Wednesday, November 5, 2025

জেলা পরিষদের সদস্যদের নিয়ে ডাকা বৈঠকে অনুপস্থিত স্বয়ং সাংগঠনিক জেলা সভাপতি। যা নিয়ে কার্যত অস্বস্তিতে জেলা পর্যবেক্ষক। নদিয়ার জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে গরহাজির থাকলেন সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্র। এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মহুয়া মৈত্রের ফোনালাপের গুজব সামনে আসাতেই এই অনুপস্থিতি কি না তাও জানতে চান জেলা পরিষদের সদস্যরা।

রাজীবের অবশ্য দাবি, শারীরিক কারণেই বৈঠকে থাকতে পারেননি সাংসদ। এমনকী, তাঁর সঙ্গে মহুয়ার ফোনে কথা হয়েছে বলে জানান জেলা পর্যবেক্ষক।

গত সপ্তাহেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুরোধেই তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ দিলীপ ঘোষের মতে, ফোনে বার্তালাপের মধ্যেই দেবশ্রীর সঙ্গে তাঁকে দেখা করার অনুরোধ জানান মহুয়া। যদিও এই মন্তব্যের বিরোধিতা করে, সাংসদ জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রসিক মানুষ। রসিকতা করলে, তাঁর কিছু করার নেই।

আরও পড়ুন-আপনি কি চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করেন? তাহলে সোমবার সকালে কোন পথ ধরবেন?

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version