Sunday, November 9, 2025

কতজনই বা জানেন পবিত্র বিশ্বাসের এই শখ, এই নেশার কথা! কতজনই বা জানেন তাঁর দীর্ঘদিনের সাধনা-সাফল্যের ইতিবৃত্ত! সকলেই তো জানেন, তিনি একজন রাজনীতিবিদ। সমাজসেবক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ অনুগামী।

মাইলের পর মাইল হেঁটে চলেন মুখ্যমন্ত্রী। ক্লান্তি নেই। বিরাম নেই। কলকাতা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাস ‘প্রিয় দিদি’-কে দেখে আজও অঙ্গীকার করেন, এভাবেই অফুরান এনার্জি নিয়ে এগিয়ে চলবেন। সে রাজনীতির মঞ্চ হোক কিংবা শরীরচর্চার ময়দান – সব জায়গায়। তাই তো পবিত্রর কাছে ‘আইডল’ আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী-ই তাঁর শরীরচর্চার বর্তমান অনুপ্রেরণা।

এখন তাঁর বয়স 56, কিন্তু যখন আঠারো ছিলেন, সেই তখন থেকেই শরীরচর্চায় অনাবিল উৎসাহ পবিত্র বিশ্বাসের। এখনও রোজ নিয়ম করে হাঁটেন, শরীরচর্চা করেন বেলেঘাটা অঞ্চলের এই কাউন্সিলর। রাজ্য ও জাতীয় স্তরে ভারোত্তলনে একাধিক সাফল্য তাঁর ড্রইংরুমের শো-কেজ আলোয় ভরিয়ে রাখে। কিন্তু 38 বছর ধরে এই সাধনার কোনও আন্তর্জাতিক সাফল্য আসছিল না। তাই মন খারাপের মাঝেও একরাশ স্বপ্ন আঁকড়েই চলতেন এই প্রৌঢ়। অবশেষে মাহেন্দ্রক্ষণ। নিষ্ঠা-সাধ-সাধনার ফল পেয়ে গেলেন সুদূর মঙ্গোলিয়ায় পৌঁছে। এশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় 83 কেজির ‘ইকুয়িপ্ট’ বিভাগে সোনা জিতে দেশকে গর্বের শিখরে বসিয়ে দিলেন এই বাঙালি। ভারতের হয়ে সোনাজয়ের যাত্রাপথে তিনি চিন, জাপান, কাজাগিস্তান, হংকংয়ের ‘হেভিওয়েট’ প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই এই কৃতিত্ব অর্জন করেন। আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর ফের পাওয়ার লিফটিংয়ের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামছেন পবিত্র বিশ্বাস। এবার সামনে 83 কেজির ‘আন-ইকুইপ্ট’ বিভাগ।

সারা বছর ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা। তারপর ঘণ্টা দু’য়েকের ব্যায়াম। তারপরেই তো বেরিয়ে পড়তে হয় এলাকার এ প্রান্ত, ও প্রান্তে। মানুষের মাঝে থেকেই উন্নতির মন্ত্রপাঠ করতে হয় অনবরত। এ সব তো আছেই। রাজনীতির ময়দানে সাফল্য তো তিনি দেখছেন সেই 1995 সাল থেকেই। এবার পাওয়ার লিফটিংয়ের সোনার মেডেল পবিত্র বিশ্বাসকে সাধনার সাফল্যও দেখিয়ে গেল।

“মুখ্যমন্ত্রী ছাড়া আর কাকেই বা এই সাফল্য উৎসর্গ করতে পারি!”

কাউন্সিলর-ভারোত্তলক পবিত্র যখন এ কথা বলেন, তখন গোটা বাংলা, গোটা দেশ আরও অনেক অনেক সোনার স্বপ্ন দেখে সোনার ছেলের হাত ধরেই।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version