মোদির উপহারের অনলাইন নিলাম

দেশে-বিদেশে বিভিন্ন সভা-সমাবেশ, বৈঠক, সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অজস্র উপহার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে থাকে বহু দুর্মূল্য উপহারও। কিন্তু তার কোনওটাই ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখেন না তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও যা করতেন প্রধানমন্ত্রী হয়েও তাই। নিলাম ডেকে বিক্রি করা হয় সেইসব উপহারসামগ্রী। তারপর সংগৃহীত অর্থ দান করা হয় সমাজসেবামূলক কোনও প্রকল্প বা উদ্যোগে। এবার যেমন প্রধানমন্ত্রী মোদির পাওয়া 2772টি উপহারের অনলাইন নিলাম শুরু হতে চলেছে 14 সেপ্টেম্বর থেকে। 200 টাকা থেকে আড়াই লাখ টাকা দিয়ে নিলাম শুরু হবে। এবছর জানুয়ারিতেও একটি নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে বিক্রি হয়েছিল 1800-রও বেশি উপহার।

 

Previous articleফের অস্ত্র কারখানার হদিশ চাঞ্চল্য বসিরহাটে
Next articleফের হিন্দির পক্ষে সওয়াল, সরব অমিত