Thursday, August 21, 2025

ইএম বাইপাসে সাইকেল-চালকদের জন্য আলাদা লেন করার দাবি দীর্ঘদিনের। ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে বাইপাসে সাইকেল চালাতে হয়। আলাদা ‘সাইকেল-লেন’ চালু করার দাবিতে আগামী 22 সেপ্টেম্বর বাইপাসে এক সাইকেল-যাত্রার আয়োজন করেছে ‘কলকাতা সাইকেল সমাজ’। উদ্যোক্তাদের বক্তব্য, ভারত সরকারের উদ্যোগে ‘BUS RAPID ট্র্যানজিট সিস্টেম’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2010 সালে।কলকাতার ইএম বাইপাস এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। ওই প্রকল্প অনুসারে, প্রথম ধাপে উল্টোডাঙা থেকে পাটুলি-ঢালাই ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। 30 মিটার চওড়া ওই রাস্তার দু’দিকেই থাকবে সাড়ে 3 মিটার করে চওড়া ‘সাইকেল লেন’। প্রকল্পের দায়িত্বে রাজ্যের কেএমডিএ সংস্থা। দুর্ভাগ্যের কথা, 2014 সালে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি। আর সাইকেল লেনের কাজ হয়েছে এক-তৃতীয়াংশ। ফলে সাইকেল আরোহীরা প্রাণের ঝুঁকি নিয়ে তীব্র গতিতে চলা বাস রাস্তার ধার ধরে যেতে বাধ্য হচ্ছেন।

এই ‘সাইকেল-লেন’ সম্পূর্ণ করার দাবিতে ‘কলকাতা সাইকেল সমাজ’-এর উদ্যোগে আগামী 22 সেপ্টেম্বর, ‘বিশ্ব গাড়ি-হীন দিবস’-এ, সকাল 7টায় বাইপাসের অজয়নগর মোড় থেকে উল্টোডাঙা হয়ে আবার অজয় নগর পর্যন্ত সাইকেল-যাত্রার ডাক দিয়েছে। উদ্যোক্তাদের তরফে সর্বস্তরের সাইকেল-প্রেমীদের স্বাগত জানানো হয়েছে এই যাত্রায়।

আরও পড়ুন-ফের হিন্দির পক্ষে সওয়াল, সরব অমিত

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version