নবান্ন অভিযানে ধৃত বাম কর্মীদের জামিন নাকচ, ঠিকানা জেল

নবান্ন অভিযানে শুক্রবার বাম ছাত্রযুবদের 22 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাঁদের জামিনের আবেদন খারিজ হল। সোমবার পর্যন্ত থাকতে হবে জেলে। এনিয়ে সরব বিরোধীরা। রাজনৈতিক আন্দোলনে ধৃতদের কেন জামিন না দিয়ে জেলে পাঠানো হল, তা নিয়ে সরগরম রাজনীতি।

আরও পড়ুন-একমাস সময় চাইলেন রাজীব কুমার, নারাজ সিবিআই