Tuesday, May 20, 2025

কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকার গঠনের পরে এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। কুড়ি তারিখ পর্যন্ত দিল্লি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁর। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হলে বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের উন্নয়নমূলক কাজে কেন্দ্রের বরাদ্দ এবং এনআরসি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হতে পারে বলে ধারনা।

এদিকে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন অব্যাহত। রবিবার, ছুটির দিন নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে আসে সিবিআই। সোমবার, সিবিআই-এর 2 প্রতিনিধি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আসেন। রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছিলেন, দেশে সুপার এমার্জেন্সি চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
2019-এর লোকসভা নির্বাচনে মোদি সরকার জয় পাওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নিহত বিজেপি কর্মীদের পরিবার সেখানে উপস্থিত থাকবে সে কথা আগে থেকে জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে। এই কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তিনি। এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সফরের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

উত্তরপ্রদেশে রেললাইনে কাঠের গুঁড়ি ফেলে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা উত্তরপ্রদেশে, চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী (Rajdhani Express) ও কাঠগোদাম...

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এখনই কমবে না গরম

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায়...

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...
Exit mobile version