Tuesday, May 20, 2025

কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকার গঠনের পরে এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। কুড়ি তারিখ পর্যন্ত দিল্লি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁর। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হলে বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের উন্নয়নমূলক কাজে কেন্দ্রের বরাদ্দ এবং এনআরসি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হতে পারে বলে ধারনা।

এদিকে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন অব্যাহত। রবিবার, ছুটির দিন নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে আসে সিবিআই। সোমবার, সিবিআই-এর 2 প্রতিনিধি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আসেন। রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছিলেন, দেশে সুপার এমার্জেন্সি চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
2019-এর লোকসভা নির্বাচনে মোদি সরকার জয় পাওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নিহত বিজেপি কর্মীদের পরিবার সেখানে উপস্থিত থাকবে সে কথা আগে থেকে জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে। এই কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তিনি। এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সফরের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

ওয়াকফ আইন সংবিধান বিরোধী তথ্য দাবি সুপ্রিম কোর্টের, কেন্দ্রের মিথ্য়াচার ফাঁস আইনজীবীদের

ওয়াকফ আইনকে বাতিল করতে গেলে এতে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ প্রয়োজন। সুপ্রিম কোর্টে ওয়াকফ...

আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আলুচাষীই ক্ষতিগ্রস্ত হন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস...

ইডেন নয় আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে, ঘোষণা বোর্ডের

সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে...

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...
Exit mobile version