Sunday, November 16, 2025

প্রত্যাশিত পথেই হেঁটেছেন ‘ফেরার’ রাজীব কুমার। গোপন ডেরা থেকেই গ্রেফতারি এড়াতে শেষ পর্যন্ত বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন IPS রাজীব কুমার। কোর্ট সূত্রের খবর, শনিবারই এই হলফনামা জমা পড়েছে। CBI-কে হলফনামার নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই আর্জির শুনানি হবে।

ওদিকে, CBI আজ, সোমবার বেলা 2টো পর্যন্ত শেষ সুযোগ দিয়েছে রাজীব কুমারকে। CBI-এর নির্দিষ্ট করা এই সময়ের মধ্যে রাজ্য পুলিশের ADG-CID রাজীব কুমার সল্টলেকের CGO কমপ্লেক্সে না এলে চূড়ান্ত বিপদে পড়বেন তিনি।
CBI আইনি পদক্ষেপ তো করবেই, পাশাপাশি নির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীকান্ত মোহতাকে যেভাবে হেফাজতে নিয়েছে, সেইভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘তুলে’ নিতে পারে রাজীব কুমারকে। নীরবে সেই প্রস্তুতিও CBI সেরে ফেলেছে।

সারদা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকবার CBI রাজীবকে ডেকে পাঠালেও রাজীব সে সব এড়িয়ে কোর্টে গিয়েছে। তবে এবার কোর্টে যাওয়ার তেমন জুতসই আর্জি রাজীবের হাতে নেই। CBI-এর বক্তব্য, রাজীব কুমার ভুল আইনি পরামর্শে চলছেন। সে কারনেই প্রতিদিনই নতুন অভিযোগ জমা হচ্ছে তাঁর বিরুদ্ধে। আগাম জামিনের যে আর্জি রাজীব করেছেন, তার ভিত্তি দুর্বল। কারন রাজীবকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। রাজীবের নামে একনও পর্যন্ত কোনও চার্জশিট নেই। সুতরাং কোনও সাক্ষী গ্রেফতারের আশঙ্কা করেন কীভাবে?

জল যে দিকে গড়াচ্ছে, তাতে আইনি মহল কার্যত নিশ্চিত,
এবার আর রাজীব কুমার নিজেকে নিরাপদে রাখতে পারবেন না। গত শুক্রবারই কলকাতা হাই কোর্টের নির্দেশে উঠে গিয়েছে তাঁর রক্ষাকবচ। বিচারপতি মধুমতী মিত্র একইসঙ্গে রাজীবকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ রাজীব মানছেন না। ফলে আদালত অবমাননার অভিযোগও রাজীবের বিরুদ্ধে উঠছে। সেই পরিস্থিতিতে সুকৌশলে CBI গোটা বিষয়ের সঙ্গে রাজ্য সরকারকে জড়িয়ে দিতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি’কে এ বিষয়ে
চিঠি দিয়ে তাঁদের এই মামলায় ঘুরিয়ে ‘পার্টি’ করে দিয়েছে।

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version