বাংলার তাঁতের হাটে মিলবে রকমারি গয়নার বাহার

আর কদিন বাদেই পুজো। তাই চলছে সকলের কেনাকাটার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর পুজোর আগে কেনাকাটার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ, যা আপনার পূজোর ‘শপিং দেস্টিনেশন’ হতেই পারে। চলছে রাজ্য সরকার আয়োজিত ‘বাংলার তাঁতের হাট 2019। আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। যেখানে হরেক রকমের শাড়িরর সঙ্গে পাবেন বিভিন্ন ধরনের গয়না, যা আপনার নজর কাড়বেই।

সুদূর শান্তিপুর, ফুলিয়া, বর্ধমান থেকে এখানে স্টল দেওয়া হয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে ঢাকাই জামদানি থেকে হ্যান্ডলুম, আবার কাঁথাস্টিচ থেকে তসর সিল্ক। আর তার সঙ্গে পাল্লা দিতে বসেছে মাটির বা টেরাকোটার গয়না, যা দিয়ে সাজলে আপনাকে পুজোর নন্দিনী মনে হতেই পারে। রয়েছে নারকেলের মালা, সুপারি দিয়ে তৈরি বিভিন্ন হার ও কানের।

এই মেলা শেষ হয়ে যাওয়ার পরও যাতে আপনি আপনার পছন্দের গয়না পেতে পারেন, তার জন্য ব্যবস্থা করে রেখেছে রাজ্য সরকার। যারা স্টল দিয়ে বসেছে, তাদের প্রত্যেককে 500টি ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে স্টলের দোকানদারদের ফোন নম্বর সহ সমস্ত তথ্য দেওয়া রয়েছে। যারা কিনতে যাবে, তাদেরকে ওই কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে চাইলেই আপনি আপনার পছন্দের গয়না ফোন করে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। তাই দেরি না করে এখনও যদি এসে না থাকেন বাংলার তাঁতের হাটে, তাহলে ঘুরে যান। না হলে আফসোস রয়ে যাবে।

আরও পড়ুন-খবরে থাকতে মোদির জন্মদিনের যজ্ঞে!