Friday, November 7, 2025

আদালত চত্বরে টানটান উত্তেজনার মধ্যেই আলিপুর এসিজেএম-এ আদালতে শুরু হয়েছে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি। বৃহস্পতিবার, বেলা পৌনে তিনটে নাগাদ শুনানি শুরু হয়। প্রথম থেকেই সুর চড়ান রাজীব কুমার ও সিবিআই-এর আইনজীবী গোপাল হালদার ও কে সি মিশ্র। প্রথমে প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারির আর্জি জানায় তদন্তকারী সংস্থা। জবাবে বিচারক বলেন, সব ক্ষমতা থাকা সত্ত্বেও কেন রাজীব কুমারকে ধরতে পারছে না সিবিআই। সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন, তথ্য নষ্ট করেছেন রাজীব। এরফলে তাঁকে বাইরে রেখে তদন্ত চালানো সম্ভব নয়। এর আগে, রাজীব কুমার জিজ্ঞাসাবাদে জানান, তিনি নন, অর্ণব ঘোষই সারদা মামলার তদন্ত করেন। এদিনের শুনানিতে, সিবিআইয়ের আইনজীবী জানান, রাজীবের কথাতেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছেন অর্ণব। সিবিআইয়ের কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা তদন্ত করছি। রাজীব কিন্তু সাহায্য করছেন না। তিনি জানান, আইন মেনেই রাজ্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কে সি মিশ্র দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও টেনে আনেন। রাজীব কুমারের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী গোপাল হালদার জানান, সিবিআই-এর সব নোটিশের জবাব দিয়েছেন রাজীব। তাহলে কীভাবে সিবিআই বলছে তদন্তে সহযোগিতা করছেন না রাজীব? দুপক্ষের সওয়াল জবাবের পরে রায়দান আপাতত স্থগিত রাখেন বিচারক।

আরও পড়ুন-এন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version