Saturday, August 23, 2025

রাজীব কুমারের সন্ধান পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এডিজি- সিআইডি কোথায়? জানতে বৃহস্পতিবার দিনভর মহানগর থেকে বাইপাস ছুটে বেড়াল সিবিআই-য়ের টিম। চারটি দল বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তদন্তকারী সংস্থার 12 জনের যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারাই চার ভাগে ভাগ হয়ে তল্লাশি করে। বৃহস্পতিবার সকালে আলিপুর এসিজেএম আদালতে যান দুপক্ষের আইনজীবীরা। কোর্ট রুমে যখন শুনানির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আদালত চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে আইপিএস মেসে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে রাজীব কুমারের সম্পর্কে সন্ধান চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর। তবে, কীভাবে কোনও পরোয়ানা ছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এদিকে, রাজীব কুমারের নাগাল পেতে মরিয়া সিবিআই ফের চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। জানতে চাওয়া হয়েছে, কোন ফোন নম্বরে পাওয়া যাবে এডিজি-সিআইডি-কে? কীভাবে যোগাযোগ করা যাবে রাজীব কুমারের সঙ্গে? একই সঙ্গে বৃহস্পতিবার, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়ে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। 160 ধারায় দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে একটু ঢিলেঢোলা ছিল। সেই সময়ে সিবিআইয়ের গাড়ি সটান গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। অফিসাররা খোঁজখবর শুরু করেন। টের পেয়ে তৎপর হয় পুলিশ। কর্ডন করে সিবিআইকে বার করে দেওয়া হয়।

কেন্দ্রীয় দুপুরে আলিপুরের আইপিএস মেসে তল্লাশি চালানোর পরেই, বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে পৌঁছয় সিবিআইয়ের দল। রুবির মোড়ের কাছে ওই পাঁচতারা হোটেলের আনাচে- কানাচে তল্লাশি করে তদন্তকারী আধিকারিকরা হোটেলের রান্নাঘরেও পৌঁছে যান বলে খবর। তবে, হোটেলের তরফে জানানো হয়, সিবিআই কেন এসেছিল তারা জানে না। এমনকী, ‘কে রাজীব কুমার?’ এই প্রশ্নও তোলেন হোটেলের এক কর্মী।
এদিকে, সিবিআইয়ের তৎপরতার পরে রাজীবের বাসভবনের সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্যেও এসেছে এক কোম্পানি আধাসেনা। রাজ্যের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু সিবিআইয়ের চিঠির উত্তরে জানানো হয়েছে, 17 দিনের ছুটিতে রয়েছেন এডিজি-সিআইডি। এই পরিস্থিতিতে কোথায় রাজীব কুমার? তা খুঁজতে ঘাম ছুটছে দেশের প্রধান তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version