Wednesday, November 12, 2025

বিশ্বকাপের পর থেকে এখনও ব্যাট হাতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্বকাপে তাঁর ভাল পারফরম্যান্স ছিল না। এমনকি তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য তাঁকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তারপর নিজেই বাইশ গজ থেকে দু’মাসের জন্য বিরতি নিয়েছিলেন। কাশ্মীরে লেফটানেন্ট কর্ণেলের প্রশিক্ষণ নেন তিনি। কিন্তু সেই প্রশিক্ষণ সেরে প্রায় গত একমাস আগে ফিরে এসেছেন মাহি। তবুও এখনও দলে তাঁকে যোগ দিতে দেখা যায়নি। তাহলে কি ধোনি জমানা অতীত? এমনটা ক্রিকেটের একাংশ মনে করছে। আর যাঁরা এমন মনে করছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি ধোনির থেকে তরুণ শক্তি ঋষভ পন্থকে এগিয়ে রেখেছেন।

আরও পড়ুন – আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়

এ বিষয়ে সানি ভাই বলেন, ‘আমার মতে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবসান অনস্বীকার্য। তাই ওকে পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু কোনওরকম চাপ প্রয়োগ ছাড়াই ধোনিকে অবসর নেওয়ার সুযোগ দিতে হবে।’

এরপরেই ধোনির পরিবর্ত হিসেবে ঋষভের নাম উঠে আসা প্রসঙ্গে গাভাসকরের আরও সংযোজন, ‘ঋষভ পন্থ কত নম্বরে ব্যাট করতে নামে, চার নাকি পাঁচ? যত নম্বরেই খেলুক না কেন, আমার মনে হয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ওর ব্যাটিং অর্ডার অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। যেভাবে ও টেস্টে নিজের কেরিয়ার শুরু করেছে, তা যথেষ্ট ভাল। তবে ওর খেলার মূল্যায়ন হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়, যা হচ্ছে, তা পন্থের জন্য ভালই হচ্ছে। নিজের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সময় পাচ্ছে ও।’ এভাবেই ধোনির অবসর ও পন্থের ভবিষ্যত নিয়ে মন্তব্য করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version