Wednesday, August 27, 2025

সামনের বছরই ভোট মার্কিন মুলুকে। এদেশের কয়েক লক্ষ ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিকের ভোট অতি গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের কাছে। তাই হিউস্টনে 50 হাজার অনাবাসী ভারতীয়র হাউডি মোদি-র মহাসম্মেলনকে এত গুরুত্ব দিয়েছেন তিনি। মোদির সম্মানে আয়োজিত মঞ্চ থেকে মোদি অনুরাগীদের সমর্থন জোগাড় করাই ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। সে কাজে তিনি অনেকটাই সফল হলেন। দুই রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সৌহার্দ্য ও বন্ধুত্বের নজরকাড়া প্রদর্শনের পর বাছা বাছা বিশেষণে ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিলেন মোদি। মার্কিন প্রেসিডেন্টকে কার্যত এক সফল ও যোগ্য বিশ্বনেতা হিসাবে বর্ণনা করলেন তিনি। ট্রাম্পের নেতৃত্বদান, কর্মতৎপরতা, দূরদৃষ্টি এবং বিশ্ব-রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রে তাঁর অসাধারণ ভূমিকার উল্লেখ করে ট্রাম্পকে প্রশস্তিতে ভরিয়ে দিলেন। তারপর ভারতের ভোটের শ্লোগান মনে করিয়ে আওয়াজ তুললেন ‘আব কি বার ট্রাম্প সরকার’। ঠিক যেন কোনও ভোটের প্রচারসভায় ট্রাম্পের হয়ে সমর্থন চাইছেন ভারতের প্রধানমন্ত্রী! অনাবাসী ভারতীয় দর্শক-শ্রোতাদের দেখিয়ে ট্রাম্পকে মোদি বলেন, আমার পরিবারকে আপনার সঙ্গে পরিচয় করাচ্ছি। সম্মেলন মঞ্চে তখন হাততালির ঝড়।

যদিও এই ট্রাম্প-প্রশস্তির পিছনে মোদির একটি কূটনৈতিক অঙ্কও আছে। আর তা হল নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর ও 370 ধারা বিলোপ ইস্যুতে আমেরিকার সমর্থন আদায়। বিশ্ব কূটনীতির মঞ্চে মোদির ট্রাম্পকার্ড তাই ডোনাল্ড ট্রাম্প।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version