গুগলের জন্মদিনে দেখে নিন স্পেশাল ডুডল

21 বসন্ত পার। 21 বছর আগে আজকের দিনেই জন্ম হয়েছিল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের। আজ জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডলের দেখা মিলল গুগলে। রয়েছে জন্মদিনের তারিখের উল্লেখও।

ডুডলের পাশে লেখা রয়েছে 27/09/98 তারিখটি। ল্যারি পেজ এবং সার্গে ব্রিনের যৌথ উদ্যোগে গুগলের জন্ম হয়। 2001 সালে পেটেন্ট পান তাঁরা। পাশাপাশি, আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ল্যারি।

আরও পড়ুন – BREAKING: রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র