নারদ: মুকুল রায়কে সিবিআই তলবের তিন সম্ভাব্য ফলাফল

মুকুল রায়কে সিবিআই ডেকেছে। নারদে ধৃত আইপিএস মির্জার সঙ্গে মুখোমুখি জেরা হতে পারে বলে খবর। যদি এটা আদৌ হয়, তাহলে প্রশ্ন হল কেন হচ্ছে আর সম্ভাব্য ফল কী?

সম্ভাবনা 1) মুকুলকে ক্লিট চিট দিয়ে বার করে আনা। দেখানো হবে মুকুলকে তদন্তে বাদ রাখা হয় নি।

সম্ভাবনা 2) মির্জা আর মুকুল যৌথভাবে কিছু বড় বলবেন যাদের দিকে তদন্তের জাল এগোবে। গোটাটাই পরিকল্পিতভাবে হবে। মির্জা বলবেন কিছু নাম, মুকুল বাদে। মুকুল তাতে সম্মতি দেবেন।

সম্ভাবনা 3) মুকুল গ্রেপ্তার। ফলে তদন্তকে নিরপেক্ষ প্রতিষ্ঠা করে প্রতিপক্ষ শিবিরের বড় নামের দিকে হাত বাড়াবে সিবিআই। অথবা, মুকুলকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিবাচক বার্তা দেওয়া।

তিনটি সম্ভাবনাই জল্পনামাত্র। কোনো নিশ্চয়তা নেই। আবার এই তিনের বাইরে কিছু হবারও নেই।

Previous articleBREAKING: রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র
Next articleকাজ থাকায় আজ নিজাম প্যালেসে যাচ্ছেন না মুকুল রায়