Wednesday, December 31, 2025

অমিত শাহ আগ্রহী পুজো উদ্বোধনে, আমন্ত্রণ জোগাড়েই চরম ব্যর্থ বঙ্গ-নেতারা

Date:

Share post:

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে আগ্রহী। কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও পর্যন্ত একটি পুজোরও আমন্ত্রণ
যোগাড় করতে পারেননি। আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের যে দুর্গাপুজোর উদ্বোধন করার কথা শাহের, সেটির জন্য রাজ্য বিজেপির কোনও নেতাই কৃতিত্ব দাবি করতে পারেন না।
এই যোগাযোগের রসায়ন আলাদা, তা বিজেপি নেতারা জানেন। অথচ অমিত শাহ চাইছেন পয়লা অক্টোবর কলকাতায় এসে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে। সল্টলেকের যে পুজোয় শাহ যাচ্ছেন, সেখানেও ‘জাগলারি’ আছে। BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।


বঙ্গ-বিজেপির সাংগঠনিক অবস্থা তথা নিজেদের ওজনদার নেতার দাবি এবার কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে। যে দলে 18জন সাংসদ এবং এদিক-ওদিক করে বেশ কিছু বিধায়ক আছে, সেই দল কিছু পুজো আনতে পারলো না, যেখানে শাহ যেতে পারেন। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারেনা।

দলের একাধিক নেতা এখনও মরিয়া হয়ে কলকাতা এবং সল্টলেকের পুজো খুঁজে বেড়াচ্ছেন, যেখানে অমিত শাহকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত BJ ব্লক ছাড়া দ্বিতীয় কোনও পুজো জোটেনি। খিদিরপুর এলাকার একটি পুজোর সঙ্গে শেষমুহূর্তে কথা চালানো হচ্ছে। তবে এখানেও লাভ হওয়ার আশা বড়ই ক্ষীণ। এতবড় সুযোগ কাজে লাগানোর বিষয়ে বঙ্গ-বিজেপির নেতারা চরম ব্যর্থই হতে চলেছেন।
অজুহাত হিসেবে বিজেপি নেতারা রাজ্যের শাসক দলকে পরোক্ষে দোষারোপ করে দায় এড়াতে চাইছেন। বিজেপির সাফাই, তৃণমূলের ভয়ে কোনও পুজো কমিটিই শাহকে নিতে চাইছে না। ‘নীতিগতভাবে’ সমর্থন করলেও একাধিক পুজোর উদ্যোক্তারা নাকি প্রকাশ্যে অমিত শাহকে দিয়ে প্রতিমার উদ্বোধন করাতে পারছেন না। এ সবই ব্যর্থতা ঢাকার অজুহাত বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের পাল্টা যুক্তি, বামফ্রন্টের সোনালি দিনেও কংগ্রেস নেতারা দাপট দেখিয়েই অসংখ্য দুর্গাপুজোর উদ্বোধন করেছে। পরে তৃণমূল নেতারাও।

spot_img

Related articles

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...

এলটিসি সফরে বড় ছাড়, আন্দামান যেতে বিমানযাত্রার অনুমতি রাজ্য কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন (LTC) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল অর্থ দফতর। এতদিন আন্দামান ও...

নিরাপত্তা উদ্বেগে সুন্দরবনের দু’টি সেতুর জরুরি সংস্কারে ছাড়পত্র রাজ্যের

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে সুন্দরবনের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার ও মেরামতির পরিকল্পনায় অনুমোদন দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে...