Friday, December 5, 2025

অমিত শাহ আগ্রহী পুজো উদ্বোধনে, আমন্ত্রণ জোগাড়েই চরম ব্যর্থ বঙ্গ-নেতারা

Date:

Share post:

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে আগ্রহী। কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও পর্যন্ত একটি পুজোরও আমন্ত্রণ
যোগাড় করতে পারেননি। আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের যে দুর্গাপুজোর উদ্বোধন করার কথা শাহের, সেটির জন্য রাজ্য বিজেপির কোনও নেতাই কৃতিত্ব দাবি করতে পারেন না।
এই যোগাযোগের রসায়ন আলাদা, তা বিজেপি নেতারা জানেন। অথচ অমিত শাহ চাইছেন পয়লা অক্টোবর কলকাতায় এসে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে। সল্টলেকের যে পুজোয় শাহ যাচ্ছেন, সেখানেও ‘জাগলারি’ আছে। BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।


বঙ্গ-বিজেপির সাংগঠনিক অবস্থা তথা নিজেদের ওজনদার নেতার দাবি এবার কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে। যে দলে 18জন সাংসদ এবং এদিক-ওদিক করে বেশ কিছু বিধায়ক আছে, সেই দল কিছু পুজো আনতে পারলো না, যেখানে শাহ যেতে পারেন। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারেনা।

দলের একাধিক নেতা এখনও মরিয়া হয়ে কলকাতা এবং সল্টলেকের পুজো খুঁজে বেড়াচ্ছেন, যেখানে অমিত শাহকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত BJ ব্লক ছাড়া দ্বিতীয় কোনও পুজো জোটেনি। খিদিরপুর এলাকার একটি পুজোর সঙ্গে শেষমুহূর্তে কথা চালানো হচ্ছে। তবে এখানেও লাভ হওয়ার আশা বড়ই ক্ষীণ। এতবড় সুযোগ কাজে লাগানোর বিষয়ে বঙ্গ-বিজেপির নেতারা চরম ব্যর্থই হতে চলেছেন।
অজুহাত হিসেবে বিজেপি নেতারা রাজ্যের শাসক দলকে পরোক্ষে দোষারোপ করে দায় এড়াতে চাইছেন। বিজেপির সাফাই, তৃণমূলের ভয়ে কোনও পুজো কমিটিই শাহকে নিতে চাইছে না। ‘নীতিগতভাবে’ সমর্থন করলেও একাধিক পুজোর উদ্যোক্তারা নাকি প্রকাশ্যে অমিত শাহকে দিয়ে প্রতিমার উদ্বোধন করাতে পারছেন না। এ সবই ব্যর্থতা ঢাকার অজুহাত বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের পাল্টা যুক্তি, বামফ্রন্টের সোনালি দিনেও কংগ্রেস নেতারা দাপট দেখিয়েই অসংখ্য দুর্গাপুজোর উদ্বোধন করেছে। পরে তৃণমূল নেতারাও।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...