Wednesday, November 12, 2025

খেতে দেয় না শ্বশুরবাড়ি, বিস্ফোরক অভিযোগ লালুর পুত্রবধূর

Date:

সংবাদমাধ্যমে প্রতিনিয়ত প্রকাশিত হয় বধূ নির্যাতনের খবর। এবার এই অভিযোগ রাজনীতির হেভিওয়েট নেতার পুত্রবধূর। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খেতে না দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুললেন লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্রবধূ ঐশ্বর্যের। তাঁর অভিযোগ, স্বামী তেজপ্রতাপ ও শ্বশুর লালুপ্রসাদের অনুপস্থিতিতে ননদ ও শাশুড়ি তাঁর উপর নির্যাতন চালাচ্ছেন। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন লালুপ্রসাদের কন্যা তথা আরজেডি-র রাজ্যসভা সাংসদ মিসা ভারতী।
আরজেডি-র প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রায়ের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে গত বছর মে মাসে বিয়ে হয় লালুপ্রসাদের বড় ছেলের। কিন্তু বিয়ের সাত মাসের মধ্যেই বাড়ি ছাড়েন তেজপ্রতাপ। ঐশ্বর্যর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলে জানান তিনি। এমনকী, ঐশ্বর্য থাকলে তিনি ফিরবেন না বলেও জানান তেজপ্রতাপ। কিন্তু শ্বশুরবাড়িতেই ছিলেন ঐশ্বর্য। কিন্তু রবিবার পটনার ১০ সার্কুলার রোডে, শুড়ি রাবড়ি দেবীর বাংলোর বাইরে তাঁকে কাঁদতে দেখা যায়। সংবাদমাধ্যমের কাছে ঐশ্বর্যের অভিযোগ, তেজপ্রতাপ বিবাহ বিচ্ছেদের মামলা করার পরেও শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত তিন মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। ঐশ্বর্যের অভিযোগ, ননদের নির্দেশে খেতে দেওয়া হয় না তাঁকে। বাপের বাড়ির পাঠানো খাবার খেয়েই থাকতে হচ্ছে। এমনকী, রবিবার রান্না ঘরে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে দাবি অভিযোগ ঐশ্বর্যর। মেয়ের ফোন পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রিকা রায়। যায় পুলিশও। তাঁরাই কথা বলে ঐশ্বর্যকে বাড়ির ভিতরে পাঠান। শ্বশুরমশাই জেলের বাইরে থাকলে তাঁকে ভুগতে হত না বলে মত ঐশ্বর্যের। যদিও তাঁর বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মিসা ভারতী। এ বিষয়ে রাবড়ী দেবীর মত অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন – রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ মাহির

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version