আবার দামবৃদ্ধি রান্নার গ্যাসের

পুজোর মুখে বাঙালির হেঁসেলে বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডার প্রতি দাম বাড়ল ১৫ টাকা। তৃতীয়ার সকালেই এই ধাক্কা। প্রসঙ্গত, সেপ্টেম্বরেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। জুলাই-আগস্টে ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছিল প্রায় ১৬৩ টাকা। কিন্তু গত ১ সেপ্টেম্বর, এবং আজ ১ অক্টোবর পর-পর দাম বৃদ্ধি মধ্যবিত্তের সমস্যা বাড়াল। আইওসি বলেছে, বিদেশী মুদ্রার দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারনেই এই মুল্যবৃদ্ধি।

আরও পড়ুন-শোভন নারদের টাকা কোথায় রেখেছিলেন? রত্নাকে জিজ্ঞাসাবাদ ইডির

Previous articleনেতাজি ইন্ডোরে যা বললেন অমিত শাহ LIVE আপডেট
Next articleরাজীব মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই