রাজীব মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

যেমনটি মনে করা হচ্ছিলো, ঠিক তেমনটাই হলো। হাইকোর্ট ADG CID রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে সিবিআই। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লিতে সর্বোচ্চ আদালতে মামলা সংক্রান্ত সমস্ত কপি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন ADG CID রাজীব কুমারের আইনজীবীরা। অবশেষে হাইকোর্টে দীর্ঘ শুনানির রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর হয়।

আরও পড়ুন – মার্কিন ঘরোয়া রাজনীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই, মোদির মন্তব্যের সফাই দিয়ে বললেন জয়শঙ্কর

ফলে পুজোর মধ্যে আর “আত্মগোপন” করে থাকতে হবে না কলকাতা ও বিধান নগরের প্রাক্তন নগরপালকে। সারদা কাণ্ডে তাঁকে জামিন দিলো বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। ফলে এখন রাজীবকে নাগালে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্ট 4 অক্টোবর বন্ধ হয়ে 14 অক্টোবর খুলবে। তার আগেই রাজীবের আগাম জামিনের বিরোধিতা জানাচ্ছে সিবিআই।

আরও পড়ুন – শোভন নারদের টাকা কোথায় রেখেছিলেন? রত্নাকে জিজ্ঞাসাবাদ ইডির