পুলিশের সদর দফতরে ছুরি নিয়ে হামলা, তারপর?

প্যারিসের পুলিশের সদর দফতরে ছুরি নিয়ে হামলা। ঘটনায় গুরুতর আহত চার পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছে আক্রমণকারীরও। বৃহস্পতিবার, বেলা ১টা নাগাদ প্যারিসের নত্রেদেম ক্যাথিড্রালে পুলিশের সদর দফতরে হামলা হয়। হামলাকারী দফতরের কতটা ভিতরে যেতে পেরেছিল তা এখনও স্পষ্ট নয়। কারণ, হামলার পরে ঘটনাস্থলেই তাঁকে গুলি করা হয়। হামলায় চারজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। তবে কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। জানা যায়নি হামলাকারীর পূর্ণাঙ্গ পরিচয়। ঘটনায় আতঙ্ক ছড়ায়। এলাকাটি পর্যটনস্থল হওয়ায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় মেট্রো স্টেশনটি খালি করে দেওয়া হয়, বন্ধ হয় পরিষেবাও। এলাকায় চলছে নজরদারি।

Previous articleনিষিদ্ধপল্লিতে উৎসবের মেজাজ
Next articleব্রেকফাস্ট নিউজ