রাঁধুনিদের বলেছি রান্নায় পেঁয়াজ দেওয়ার দরকার নেই, সামিটে মন্তব্য হাসিনার

নাসিকে অতিবৃষ্টির ফলে মার খেয়েছে পেঁয়াজের চাষ। উৎসবের আগে পেঁয়াজের অগ্নিমূল্যের ঝাঁঝে চোখে জল আমজনতার। দেশের মানুষের কথা ভেবে পেঁয়াজ রপ্তানিতে রাশ টেনেছে কেন্দ্রীয় সরকার। তাতে আবার বেজায় সমস্যার মধ্যে পড়েছে প্রতিবেশী বাংলাদেশ। ভারতের পেঁয়াজের উপর নির্ভর করেই চাহিদা মেটায় তারা। ভারত পেঁয়াজ রপ্তানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশীদের হেঁশেলে টান পড়েছে পেঁয়াজের।

ভারত সফরে এসে পেঁয়াজের দুর্মূল্য নিয়ে এবার আক্ষেপ শোনা গেল স্বয়ং সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের সামনেই হাসিনা বললেন, আমার রাঁধুনিদের বলেছি রান্নায় এখন আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই। ভারত আমাদের পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। পেঁয়াজ না আসায় আমরা সমস্যায় পড়েছি। কীভাবে সমস্যা মেটানো যায় তা দেখতে ভারত সরকারকে অনুরোধ করছি।