Saturday, November 15, 2025

রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স জাদেজার, লড়াইয়ে আছে প্রোটিয়ারাও

Date:

পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের মতো পাশে তাঁর নাম লেখা সম্ভব নয়। মিচেল জনসন বা মিচেল স্টার্কের পাশেও নয়। এমনকী বোলিং কীর্তিতে রঙ্গনা হেরাথের সঙ্গেও তুলনা চলে না রবীন্দ্র জাদেজার। কিন্তু ইতিহাস তৈরিতে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। বাঁ-হাতি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় স্পিনার। জাদেজার রেকর্ডের পরও অবশ্য দিনটি ভারতের হয়নি। ৮ উইকেটে ৩৮৫ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ১১৭ রানে এগিয়ে আছে ভারত।

৩ উইকেটে ৩৯ রানে প্রোটিয়ারা ৬৩ রানেই চতুর্থ উইকেট হারিয়েছে। সফরকারীদের মহা বিপদ থেকে উদ্ধার করেছেন ডিন এলগার। ফাফ ডু প্লেসির সঙ্গে ১১৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলেছেন পড়ে কুইন্টন ডি ককের সঙ্গে দিনটা পাড় করে দেওয়ার পরিকল্পনায় নেমেছিলেন। শেষ বিকেলে এসে থেমেছে ১৬৪ রানের জুটি। জাদেজার ২০০তম শিকারে রূপ নেওয়া এলগার সাজঘরের পথ ধরেছেন ১৬০ রানে।
রেকর্ডের মুহূর্তটি অনন্য হয়ে থাকলেও আউটটি ছিল সাদামাটা। লেংথ বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন এলগার। নিজের ৪৪ তম টেস্টে এসে দুশ উইকেটের দেখা পেয়েছেন জাদেজা। তাঁর আগে দ্রুততম দুই উইকেটের দেখা পাওয়া বাঁহাতি বোলার ছিলেন হেরাথ (৪৭ টেস্ট)। মিচেল জনসনের লেগেছিল ৪৯ ম্যাচ। তাঁর উত্তরসূরি স্টার্ক এই মাইলফলকের দেখা পেয়েছেন আরও এক টেস্ট বেশি খেলে। বিষেণ সিং বেদি ও ওয়াসিম আক্রমের দরকার হয়েছিল ৫১ টেস্ট। বাংলাদেশের পক্ষে একমাত্র দুইশ উইকেটের মালিক সাকিব আল হাসানও ৫৪তম টেস্টে পেয়েছেন এই স্বাদ।

৩৪২ রানে ষষ্ঠ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার বিকেলটা আরও ভালো কাততে পারত। কিন্তু ভারতের পক্ষে দ্রুততম দুইশ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিন (৩৭ টেস্ট) যে অন্য প্রান্তে ছিলেন। আরেক সেঞ্চুরিয়ান ডি ককের (১১১) পর ভারনন ফিল্যান্ডারকেও বোল্ড করে আরও একবার ইনিংসে ৫ উইকেট বুঝে নিয়েছেন এই ভারতীয় অফ স্পিনার।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version