জীবনের প্রথম বাংলা চলচ্চিত্র দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকর। অভিনেতা দেবের আমন্ত্রণে রাজ্যপাল সপ্তমীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে সস্ত্রীক দেখলেন দেব অভিনীত, প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি। কিন্তু হঠাৎ কেন দেবের ছবি।

অভিনেতা-সাংসদ জানিয়েছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা হয়। রাজ্যপাল সেখানে বাংলা ছবি দেখার ইচ্ছাপ্রকাশ করেন। দেব তখনই তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসেন। রাজ্যপাল জানান, তিনি আসবেন। সপ্তমীর সন্ধ্যায় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেত্রী-বান্ধবী রুক্ষ্মীনিকে নিয়ে মাল্টিপ্লেক্সে হাজির হন রাজ্যপালকে স্বাগত জানাতে। ফুল হাতে রাজ্যপাল বলেন, এমন সুদর্শন নায়ক আমন্ত্রণ জানালে আসতেই হয়। আর ছবি দেখে বেরিয়ে বলেন, আমার দেখা প্রথম বাংলা ছবি। ছবিটি অবশ্যই শিক্ষণীয়। সকলের দেখা উচিত। দুরন্ত চলচ্চিত্র।
