Friday, November 14, 2025

গঙ্গায় বিসর্জন বন্ধ, না মানলে বড় জরিমানা, নির্দেশ জারি কেন্দ্রের

Date:

গঙ্গাদূষণ রোধ করতে এবার বিসর্জন নির্দেশিকা জারি করল কেন্দ্র। প্রায় পনেরোটি তথ্যযুক্ত নির্দেশিকায় বলা হয়েছে, বিজয়া দশমী, কালীপুজো, ছটপুজো, সরস্বতী পুজোর প্রতিমা কোনওভাবেই গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাব বা ব্যক্তিকে 50 হাজার টাকা জরিমানা করা হবে।

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার পক্ষ থেকে গঙ্গার তীরে অবস্থিত 11টি রাজ্যকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সম্প্রতি গঙ্গাদূষণ রোধ সংক্রান্ত এক বৈঠকে বলা হয়েছে, পুজোর পর প্রতিমা গঙ্গা বা অন্যান্য নদীতে বিসর্জন দেওয়ার পর মারাত্মক দূষণ তৈরি হচ্ছে। বিশেষত উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও নদীদূষণ দেখা যায় দিল্লি, হিমাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা ও রাজস্থানে। প্রতিমা বিসর্জনের পর মূর্তি থেকে বেরনো রঙ, রাসায়নিক, ফুল, মালা ও অন্য উপাচার জলে মিশে ব্যাপক দূষণ হয়। তাই পরিবেশবান্ধব অন্য কোনও উপায়ে প্রতিমা বিসর্জনের কথা বলা হয়েছে নির্দেশিকায়। যদিও পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে দুর্গা পুজোর ভাসানে ফুল, মালা ও অন্য উপাচার গঙ্গায় ফেলা হয় না। প্রতিমার কাঠামো সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেওয়ার ব্যবস্থা থাকে। তবে ছটপুজো বা অন্যান্য পুজোয় বিজয়া দশমীর মত কড়া নজরদারি বহুলাংশেই থাকে না। এক্ষেত্রে গঙ্গাদূষণ কোন পথে রোধ করা হবে সেটাই দেখার।

 

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version