সুরদায়িনী দুর্গা, পুজোর থিমে শ্রদ্ধা কালিকাপ্রসাদকে

অসুর বধ নয়, সুরের বরদান দিচ্ছেন দশভুজা। এমনকী তাঁর হাতেও নেই কোনও অস্ত্র। 4 ছেলেমেয়ের হাতেও শুধু বাদ্যযন্ত্র। দুর্গার দশভুজে রয়েছে নানা রকম বাদ্যযন্ত্র আর একতারা। বহরমপুরে বানজেটিয়া সর্বজনীন পুজো কমিটি এই বিষয়কেই তাদের থিম করেছে। কারণটা অবশ্য একেবারেই ভিন্ন। আড়াই বছর আগে বীরভূমের সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিখ্যাত লোক সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। তাঁকে শ্রদ্ধাতেই এই থিমের কথা মাথায় আসে উদ্যোক্তাদের। আরও একটা বৈশিষ্ট্য হল, সেখানে দেবীর পায়ের কাছে অসুর নেই। তার বদলে শিল্পী সুর সাধনার বরদান চাইছেন। আর তাঁর হাতে একতারা তুলে দিচ্ছেন দুর্গতিনাশিনী।

থিমের সঙ্গে মানানসই বাউলগান চলছে মণ্ডপ জুড়ে। গ্রাম বাংলা বাংলার ছোঁয়া মণ্ডপেও। তৈরি হয়েছে পর্ণকুটির। আর বাউলের মডেল রাখা হয়েছে। অসুরবিনাশিনীকে সুরের বরদায়িনী হিসেবে তুলে ধরে কালিকাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে চেয়েছে বহরমপুর।

Previous articleফেনী সমস্যা মিটলেও তিস্তা মিটবে কবে? প্রশ্ন ঢাকার
Next articleঅ্যারে কলোনিতে গাছ কাটায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের