বিসর্জনের নাচে পা মেলালেন সাংসদ ও বিধায়ক

পুজোর শুরুতেই তাঁরা বলেছিলেন, পুজোর সময় রাজনীতি নয়, শুধু উৎসবের আনন্দ উপভোগ করবেন। শারদোৎসবের শেষদিনেও কথা রাখলেন তৃণমূলের এক সাংসদ ও এক বিধায়ক। হুগলির শ্রীরামপুরের ৫ ও ৬-এর পল্লি গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল সকালে। সেখানেই দেখা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক প্রবীর ঘোষালকে ঢাকের তালে রীতিমতো পা মেলাতে। দুই হেভিওয়েট রাজনীতিবিদের এই নাচের দৃশ্য দেখতে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষ। বিজয়ার কোলাকুলিও বাদ যায়নি। দুজনেই বলেন, এটা বাঙালিয়ানা। চিরকাল থাকবে।

আরও পড়ুন-ওদের বিশ্বাস, দুর্গা নারী বলেই তাঁকে আঘাত করেননি মহিষাসুর