পুজো শেষ, এবার ‘লড়াই’ কার্নিভালে টেক্কা দেওয়ার

পঞ্জিকা মতে উৎসব শেষ। বাড়ির ঠাকুরদালান থেকে প্রায় সব উমা-ই ফিরে গিয়েছেন। কিছু মণ্ডপও এখন শূন্য। ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে দুর্গা-বিসর্জন। তবে শহর কলকাতার মূল উৎসব এখনও বাকি। রেড রোডে জোর কদমে চলছে দুর্গা-কার্নিভালের মঞ্চ সাজানোর কাজ।

মঙ্গলবার বহু প্রতিমার বিসর্জন হলেও কলকাতা, হাওড়া ও শহরতলির বেশ কিছু বড় পুজোর প্রতিমা এখন কার্নিভালে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অনেক উদ্যোক্তা অবশ্য নিয়ম মেনে ঘট বিসর্জন করেছেন।
আগামী 11 অক্টোবর রেড রোডে যথারীতি দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের খবর, এ বছর শহরের 79টি এবং সংলগ্ন জেলা থেকে আরও কয়েকটি প্রতিমা আসবে ওই উৎসবে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর 2টোর মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছে যেতে হবে। রেড রোড জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ। হাজার পাঁচেক দর্শকের বসার আসন থাকছে। কলকাতার প্রতিটি বিদেশি দূতাবাসের কর্তা-সহ শিল্প ও সংস্কৃতি জগতের লোকজন এবং শহরের বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। সাধারণ মানুষও থাকতে পারবেন দর্শক হিসেবে। কার্নিভালে কোন পুজোর পরে কোন পুজো থাকবে, তা নিয়েই দশমীর সকাল থেকে বেজায় ব্যস্ত সরকারি কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত অতিথিদের সামনে কোন পুজো কমিটি বাকিদের টেক্কা দেবে, তা নিয়েই শুরু হয়েছে ঠান্ডা লড়াই। কার্নিভালের প্রস্তুতি নিয়েও গোপনীয়তা বজায় রাখছেন পুজোকর্তারা।