Tuesday, August 26, 2025

নাগরিকত্ব নিয়ে সংসদীয় রিপোর্ট আর বিজেপির বক্তব্যে গরমিল, প্রশ্ন সর্বত্র

Date:

এনআরসি নিয়ে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের অবস্থান কার্যত উল্টোমুখী। রাজ্য বিজেপি বলছে, নাগরিকত্ব সংশোধনী প্রস্তাবিত বিল (সিএবি) পাস হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীরা অনায়াসেই নাগরিকত্ব পাবেন। অথচ সংসদের যৌথ কমিটির পেশ করা নাগরিকত্ব সংশোধন প্রস্তাবিত বিলের রিপোর্টে পরিস্কার বলা হয়েছে, প্রয়োজনীয় নথি ছাড়া অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। তাদের নাগরিকত্ব দেওয়ার আগে তদন্ত করবে ‘র’। আর বিজেপি বলছে, যারা ধর্মীয় কারনে উৎপীড়িত হয়ে কিংবা উৎপীড়নের ভয়ে ভারতে এসেছেন, তাদের কোনও নথি দেখাতে হবে না। ফলে কেন্দ্রীয় সরকার আর বিজপির প্রচারে বিস্তর ফারাক। প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপি কেন ভুল বোঝাচ্ছে?

সংসদের যৌথ কমিটির রিপোর্টে আইবির বক্তব্য তুলে বলা হয়েছে, তিনটি দেশ থেকে আসা ৩১ হাজারের বেশি নাগরিককে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন ধর্মীয় অত্যাচারে এ দেশে এসেছেন। এদের বাদ দিলে অন্য যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের প্রমাণ দিতে হবে, তাঁরা ধর্মীয় অত্যাচারের কারনেই এ দেশে এসেছেন। ভারতে আসার সময় তাঁরা অত্যাচারের কথা না বলে থাকলে, তাঁদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোন রিপোর্টে কী বলা হচ্ছে জানি না। আমরা যা বলছি, সেটাই পশ্চিমবঙ্গে হবে। প্রশ্ন, তাহলে কোনটা ঠিক?

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version