কলকাতা পুলিশকে কুর্নিশ জানালো ২১ পল্লি

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসবে যখন সকলে মেতে ওঠেন, সেই সেই সময় পুজোর কটাদিন পরিবার পরিজন ছেড়ে দিনরাত এক করে মানুষের সেবায় নিয়োজিত থাকে কলকাতা পুলিশ। এবারও সেই দায়িত্ব তারা সুন্দর ভাবে পালন করেছে। সুখে-শান্তিতে-নির্বিঘ্নে কেটেছে বাঙালির পুজো। তাই ২১ পল্লী কলকাতা পুলিশের সমস্ত কর্মীকে কুর্নিশ জানালো তাদের কার্নিভাল থিমের মাধ্যমে।