Thursday, November 13, 2025

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। এ বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ রজনী। আর আজ শুক্রবারের শেষ রাতেই রেড রোডে হবে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পাশাপাশি হাজির থাকবেন রাজ্যের আমলা-মন্ত্রী-বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। এইসব ভিআইপি, ভিভিআইপিরা ছাড়াও থাকবেন সব বয়সের কয়েক হাজার সাধারণ মানুষ। ফলে সবদিক খতিয়ে দেখে রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

এক নজরে দেখে নেওয়া যাক কার্নিভালের জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে –

ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত ১২ টায় বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। এর পাশাপাশি শুক্রবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে লাভার্স রোড, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্লানেড রেমপ।

শুক্রবার দুপুর বারোটা থেকে ভারী যানবাহন, যাত্রীবাহী বাস বন্ধ থাকবে এ জে সি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেনে। শুক্রবার দুপুর দুটো থেকে বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে হেস্টিংস ক্রসিং হয়ে লাভার্স লেনে।

স্টিকার লাগানো গাড়ি যেতে পারবে জে এল নেহেরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোড হয়ে। কার্নিভালের জন্য যেসব গাড়িগুলো আসবে সেগুলো এ জে সি বোস রোড থেকে উত্তরমুখী হসপিটাল রোড যেতে পারবে। কারণ, কার্নিভালের শোভাযাত্রা শুরু হবে খিদিরপুরের দিক থেকে।

অন্যদিকে, কার্নিভালে সময় কলকাতার যে সমস্ত রাস্তায় পার্কিং করা যাবে, সেগুলি হল আর আর অ্যাভিনিউ, এসপ্লানেড রো, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, কুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্যান্ড রোড, হেয়ার স্ট্রিট ও আর এন মুখার্জী রোডের উভয় দিকে।

তবে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপদকালীন পরিস্থিতি অনুযায়ী এই বাইরেও যে কোনও সময় যেকোনো রাস্তা বন্ধ করা হতে পারে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version