Monday, November 10, 2025

মোদি-শি ঘরোয়া বৈঠকে চিনের কাশ্মীর প্রশ্নে জল ঢালতে তৈরি ভারত

Date:

পাকিস্তানের কাশ্মীর ছাড়া অন্য ইস্যু নেই। দুর্বল পাক অর্থনীতি, জঙ্গি গোষ্ঠীগুলিকে লাগামছাড়া মদতের নেতিবাচক ভাবমূর্তিকে ঢাকতে বিশ্বমঞ্চে পাকিস্তানের একমাত্র বাজি কাশ্মীর। সেজন্য বেজিংয়ে গিয়েও কাশ্মীর ইস্যুতে চিনের সমর্থন চেয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে নিরাশ করেনি চিনও। আর এই প্রেক্ষাপটেই দ্বিপাক্ষিক নানা বিষয়কে সামনে রেখে আজ তামিলনাড়ুর মমল্লপুরমে আসছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খোলামেলা ঘরোয়া বৈঠকে বসবেন তিনি। আন্তরিক পরিবেশে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সংঘাতের ক্ষেত্র প্রশমন মূল লক্ষ্য। চিনের উহানের পর ভারতের মমল্লপুরমে দুই রাষ্ট্রনেতার ঘরোয়া বৈঠকের দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশা বাড়ছে। বৈঠককে কেন্দ্র করে ভারত একইসঙ্গে উৎসাহিত এবং সতর্ক। পাকিস্তানকে খুশি করার চেষ্টায় চিন কাশ্মীর ইস্যুতে আগ্রহ দেখালে নিশ্চিতভাবেই ভারত তাতে জল ঢালতে তৈরি। কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ও 370 ধারা রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়। হংকং ও তিব্বত ইস্যুতে ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চিন যখন এমনিতেই বেকায়দায়, তখন তারা কাশ্মীর চুলকে বাড়তি ঘা করবে না বলেই মত বিশেষজ্ঞদের। তবে কাশ্মীর প্রসঙ্গ উঠলে তার যথাযথ জবাব দিতেও তৈরি ভারত।

এবারের মমল্লপুরম বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করে নিজেদের ঘাটতি মেটানোর চেষ্টা করবে ভারত। চিনের বাজারকে ভারতীয় পণ্যের জন্য খুলে দিতে শি-কে অনুরোধ করতে পারেন মোদি। এছাড়া সন্ত্রাস মোকাবিলায় কড়া অবস্থান নেওয়ার জন্য চিনকে পাশে চাইবে ভারত।

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version