মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয়স্তরের ৪ হকি খেলোয়াড়

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয়স্তরের ৪ হকি খেলোয়াড়। গুরুতর আহত আরও ৪ জন। আহতরা প্রত্যেকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশাল গতিতে তাদের গাড়িটি সটান ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে। মৃতরা হলেন ইন্দোরের শাহনাওয়াজ খান, ইটারসির আদর্শ ছাবুয়া, জব্বলপুরের আশীষ লাল, গোয়ালিয়রের অনিকেত।

 

ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্য সোমবার মধ্যপ্রদেশের ইতারসি থেকে হোসেঙ্গাবাদ যাচ্ছিলেন হকি খেলোয়াড়দের একটি টিম। পথে ৬৯ নম্বর জাতীয় সড়কের ওপরে রাইসালপুর গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।