ভারতের অর্থনৈতিক অবস্থা উদ্বেগজনক। সরকারের উচিত ভেবেচিন্তে, সুদূরপ্রসারী প্রভাব দেখে এমন নীতি-নির্ধারণ করা যা প্রকৃতপক্ষে কার্যকরী হবে। বক্তা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে অর্থনীতিতে সস্ত্রীক নোবেলজয়ী অভিজিৎ সংবাদমাধ্যমের প্রতিক্রিয়ায় জানান, ভারতের গ্রামীণ অর্থনীতিতে মন্দা চলছে। এটা ভারতের জন্য খুবই চিন্তার বিষয়।

নোবেলপ্রাপ্তির কয়েক ঘন্টার মধ্যেই এই অনাবাসী ভারতীয় অর্থনীতিবিদ এদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যা বলেছেন তা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির। বিশেষত এমন এক সময়ে যখন মোদি সরকারের মন্ত্রীরা স্বীকারই করতে চাইছেন না ভারতের আর্থিক পরিস্থিতিতে চিন্তার কারণ আছে। কেন্দ্রের পক্ষে বাড়তি অস্বস্তির হল, নোবেলজয়ী অভিজিৎ একইসঙ্গে ইউপিএ জমানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন।
