Sunday, November 9, 2025

অমর্ত্যর মতোই দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ এনে দিল নোবেল

Date:

বাঙালির গর্বের দিন। বাংলার খুশির দিন। বাংলার অহঙ্কারের দিন। বাংলার শীর্ষে ওঠার দিন। বাঙালির বুক বাজিয়ে, সুর চড়িয়ে কথা বলার দিন। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের পর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে এবার তিনজন একসঙ্গে নোবেল পাচ্ছেন। অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমার পৃথিবী সেরা পুরস্কার পেলেন। স্বামী-স্ত্রীর একসঙ্গে নোবেল পাওয়া বিরল। সেক্ষেত্রে রেকর্ড করলেন অভিজিৎ-এস্থার।

অভিজিৎ-এস্থার-ক্রেমার-এর গবেষণার বিষয় হল ডেভলপমেন্ট ইকোনমিক্স। বহুদিন ধরে তিনজনে একসঙ্গে কাজ করছিলেন। অর্থাৎ শুধু থিওরি নয়, সমস্যা ধরে প্র‍্যাক্টিক্যাল সমাধান করা। দারিদ্র দূরীকরণ সেই থিওরই এনে দিল নোবেল।

অমর্ত্য সেনের ছাত্র অভিজিৎ এখন থাকেন আমেরিকায়। ফোর্ড ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল প্রফেসর। তৈরি করেছেন আব্দুল লতিফ পভার্টি অ্যাকশন ল্যাব।

জন্ম এই কলকাতার বালিগঞ্জে। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সির অধ্যাপক। সাউথ পয়েন্ট স্কুল থেকে পাস করে প্রেসিডেন্সিতে পড়াশোনা। স্নাতক ১৯৮১-তে, ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। এরপর গবেষণা করতে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৮-তে “এসেস ইন ইনফরমেশন ইকনমিক্স” নিয়ে ডক্টরেট। ইতিমধ্যেই আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স-এর ফেলো হন ২০০৪ সালে। পেয়েছেন ইনফোসিস প্রাইজ। ২০১২-তে গ্যেরাল্ড লোএব অ্যাওয়ার্ড আসে। স্ত্রীর সঙ্গে “পুওর ইকনমিক্স” বইয়ের কারনে। ২০১৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন পরের বছর বিশ্ব অর্থনীতি নিয়ে বারনার্ড হার্মস পুরস্কার পান। ২০১৯ সালে সোশ্যাল পলিসি নিয়ে দেশে বক্তব্য রেখে যান। আর ২০১৯ সালের অক্টোবরে সস্ত্রীক নোবেল প্রাপ্তি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version