Thursday, July 3, 2025

বাঙালির গর্বের দিন। বাংলার খুশির দিন। বাংলার অহঙ্কারের দিন। বাংলার শীর্ষে ওঠার দিন। বাঙালির বুক বাজিয়ে, সুর চড়িয়ে কথা বলার দিন। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের পর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে এবার তিনজন একসঙ্গে নোবেল পাচ্ছেন। অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমার পৃথিবী সেরা পুরস্কার পেলেন। স্বামী-স্ত্রীর একসঙ্গে নোবেল পাওয়া বিরল। সেক্ষেত্রে রেকর্ড করলেন অভিজিৎ-এস্থার।

অভিজিৎ-এস্থার-ক্রেমার-এর গবেষণার বিষয় হল ডেভলপমেন্ট ইকোনমিক্স। বহুদিন ধরে তিনজনে একসঙ্গে কাজ করছিলেন। অর্থাৎ শুধু থিওরি নয়, সমস্যা ধরে প্র‍্যাক্টিক্যাল সমাধান করা। দারিদ্র দূরীকরণ সেই থিওরই এনে দিল নোবেল।

অমর্ত্য সেনের ছাত্র অভিজিৎ এখন থাকেন আমেরিকায়। ফোর্ড ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল প্রফেসর। তৈরি করেছেন আব্দুল লতিফ পভার্টি অ্যাকশন ল্যাব।

জন্ম এই কলকাতার বালিগঞ্জে। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সির অধ্যাপক। সাউথ পয়েন্ট স্কুল থেকে পাস করে প্রেসিডেন্সিতে পড়াশোনা। স্নাতক ১৯৮১-তে, ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। এরপর গবেষণা করতে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৮-তে “এসেস ইন ইনফরমেশন ইকনমিক্স” নিয়ে ডক্টরেট। ইতিমধ্যেই আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স-এর ফেলো হন ২০০৪ সালে। পেয়েছেন ইনফোসিস প্রাইজ। ২০১২-তে গ্যেরাল্ড লোএব অ্যাওয়ার্ড আসে। স্ত্রীর সঙ্গে “পুওর ইকনমিক্স” বইয়ের কারনে। ২০১৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন পরের বছর বিশ্ব অর্থনীতি নিয়ে বারনার্ড হার্মস পুরস্কার পান। ২০১৯ সালে সোশ্যাল পলিসি নিয়ে দেশে বক্তব্য রেখে যান। আর ২০১৯ সালের অক্টোবরে সস্ত্রীক নোবেল প্রাপ্তি।

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version