Saturday, November 15, 2025

নারদে মির্জার চার্জশিট তৈরি, মুকুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চায় CBI

Date:

নারদ-কাণ্ডে IPS সৈয়দ মহম্মদ হুসেন মির্জার নামে চার্জশিট CBI তৈরি করে ফেলেছে। নারদ কাণ্ডে যে ক’জন প্রভাবশালী জড়িত, তার মধ্যে একমাত্র মির্জাকেই CBI গ্রেফতার করেছে। আর CBI-এর দাবি, হেফাজতে নিয়ে মির্জাকে জেরা করে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যার ভিত্তিতে CBI মুকুল রায়ের বিরুদ্ধেও চার্জশিট প্রায় তৈরি করে ফেলেছে। CBI সূত্রের খবর, মির্জাকে জেরা করে মুকুলের ব্যাপারে যে তথ্যপ্রমাণ মিলেছে, তা দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে। দিল্লি থেকে সবুজ সঙ্কেত এলেই নারদ-কাণ্ডে মুকুল রায়ের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে মুকুল রায়কেও।
এদিকে, মির্জার নামে চার্জশিট দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে CBI অনুমতি চেয়েছে। একইসঙ্গে
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ-কেও বিষয়টি জানানো হয়েছে। কারণ, মির্জা এ রাজ্যের IPS ক্যাডার। তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে রাজ্যের মত নেওয়া জরুরি।

CBI তদন্তকারীদের দাবি, মির্জাকে জেরা করে মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে। CBI-কে মির্জা জানিয়েছে, মুকুল রায়ের নির্দেশেই তিনি নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়ে পৌঁচে দিয়েছেন মুকুল রায়কে। মির্জাকে মুকুলের ফ্ল্যাটে নিয়ে গিয়ে CBI সেই ঘটনার পুনর্নির্মাণও করেছে। মুকুল রায় গোড়া থেকেই দাবি করেছেন যে, তিনি কোনও টাকা নেননি। তাঁকে স্টিং অপারেশনের ভিডিয়োতে টাকা নিতেও দেখা যায়নি। CBI মুকুলের এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, যে তথ্য-প্রমান হাতে এসেছে, তাতে মুকুল রায়ের এই দাবি টিঁকছে না। চার্জশিটে সব তথ্যই দেওয়া হবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version