বুধবারই অযোধ্যা মামলার শুনানি শেষ, জানাল শীর্ষ আদালত

\বুধবারই শেষ হচ্ছে অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি। মঙ্গলবার, রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক মামলা প্রসঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ৪০তম দিনই মামলার শুনানির শেষ হবে। ১৬ অক্টোবরই ৪০তম শুনানি। এই নিয়ে অযোধ্যা জেলা জুড়ে সোমবার থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। শব্দবাজি তৈরি এবং বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন – ব্যাঙ্কে বিপুল অঙ্কের টাকা থাকা সত্ত্বেও তুলতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পিএমসি ব্যাঙ্ক গ্রাহক! কেন জানেন?

সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, এই মামলার শুনানি ১৭ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে। কারণ, ওইদিনই প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ। তার আগেই সম্ভবত এই মামলার শুনানি শেষ হোক চাইছেন তিনি।

রামমন্দির-বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলায় ২০১০ -এ এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন – কার্নিভালের মঞ্চে তিনি অপমানিত, বিস্ফোরক অভিযোগ ধনকড়ের