পরের পর ছুটি বাতিল, ফুঁসছেন কারাকর্মীরা

পুলিশের সমান দূরের কথা, তফাৎ ক্রমশ বাড়ছে। কারা দপ্তরের ডিজি অরুণ গুপ্তা প্রথমে নির্দেশ দিয়েছিলেন 1 থেকে 15 অক্টোবর সব ছুটি বাতিল। কেউ ছুটি নিতে পারবে না। এরপর দ্বিতীয় ফতোয়া। 26 থেকে 30 অক্টোবর কেউ ছুটি নিতে পারবে না। কারা দপ্তরের অফিসার ও কর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তাঁদের সমস্যাগুলির কথা সাংগঠনিক ভারপ্রাপ্ত নেতাকে জানিয়েছেন। সমিতি করার অধিকার আগেই গিয়েছে। এবার ছুটিতেও নির্মম আঘাত। কারাকর্মীরা আশাবাদী সরকার বিষয়টি দেখবে।

আরও পড়ুন-জেল পালানোর চেষ্টার মামলা থেকে বেকসুর খালাস পেলেন রাজনৈতিক বন্দী দীপক কুমার