হাসপাতালে ভর্তি বিগ-বি

অসুস্থ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। লিভারের সমস্য নিয়ে গত তিনদিন ধরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বিগ-বি।
জানা গিয়েছে, অমিতাভ বচ্চনকে আইসিইউ-তে রাখা না হলেও, অত্যন্ত সাবধানতার সঙ্গে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের যে কেবিনে রয়েছেন অমিতাভ, সেটিকে জীবনামুক্ত করে রাখা হয়েছে। যদিও তাঁর অসুস্থতার খবর বচ্চন পরিবারের পক্ষ থেকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। তবুও এই খবর প্রকাশ্যে আসা মাত্রই উদ্বীগ্ন সিনেমহল থেকে অমিতাভ ভক্তরা।

আরও পড়ুন – লক্ষ্মী পুজোর শুভলগ্নে জীবনের দ্বিতীয় ইনিংসের কথা জানালেন কাঞ্চনা