Thursday, November 13, 2025

বিতর্ক ও ভোটাভুটির পর যাদবপুরের ডিলিট-ডিএসসি তালিকা মেনে নিলেন রাজ্যপাল

Date:

ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকর। গত ১৯ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় কাণ্ডের পর ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং ঘিরে এদিন একপ্রস্ত নাটক হয়ে গেল।

কিছুদিন পরই বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তন। সেখানে কাদের ডিলিট-ডিএসসি দেওয়া হবে তা নিয়েই ছিল এই মিটিং। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে প্রথমে ‘সহমত’ হননি আচার্য ধনকর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি চারজনের তালিকা নিয়ে নিজের মত জানাননি রাজ্যপাল। তার নাকি সবচেয়ে বেশি আপত্তি ছিল প্রাক্তন বিদেশ সচিব সালমান হায়দারের নামে। তিনি জানান, রাজভবনে গিয়ে আচার্য হিসেবে নিজের পছন্দের তালিকা পেশ করবেন।

আরও পড়ুন – রাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল

কিন্তু উপাচার্য সুরঞ্জন দাস অধ্যাপক ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র- এর নেতৃত্বে প্যানেলের অন্যান্য অধ্যাপকরা দাবি করেন, রাজ্যপাল যাতে বৈঠকেই নিজের মত জানান। এরপর ভোটাভুটিতে যাওয়া হয়। একটা সময় আচার্য জানান তিনি গোপন ব্যালটে ভোট করতে চান। কিন্তু তাতে সম্মতি দেয়নি প্যানেলের বাকি ৪২ জন সদস্য। ভোটাভুটিতে গেলেও তা হয় হাত তুলে। এবং প্রত্যেকেই পূর্বনির্ধারিত চারটি নামেই সম্মতি জানান।

পরে কর্তৃপক্ষ মনোনীত ৪টি নামেই সম্মতি জানান আচার্য ধনকর। এবং তিনি নিজেই প্যানেলের চেয়ারম্যান হিসেবে হাজির ছিলেন এদিন।

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version