Tuesday, August 26, 2025

আফগানিস্তানের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬২, আহত শতাধিক

Date:

ভয়ঙ্কর, মর্মান্তিক বিশেষণগুলো যেন এক্ষেত্রে কম পড়ে যায়। শুক্রবার অর্থাৎ পবিত্র জুমাবারে আফগানিস্তানে মসজিদের ভেতরে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের সময় নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদটির ছাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

আফগানিস্তানে হিংসা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতি সংঘের এমন বক্তব্যের একদিন পরেই এমন ঘটনা ঘটল। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, বেশ কিছু বোমা মসজিদের ভেতরে রাখা হয়েছিল। আর সেসব বোমাই বিস্ফোরণ হয়েছে।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করে প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি বলেন, বোমা বিস্ফোরণের পর ছাদের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ করে স্থানীয় মানুষ।
এই ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী মালিক বলেন, ‘মসজিদটি ধ্বংসস্তূপ হয়ে গেছে। এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী তিনি।

প্রেসিডেন্টের বাসভবনের মুখপাত্র সাদিক সিদ্দিকি এই ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তালিবান এবং তাদের সমর্থকেরা নামাজের সময় নিরীহ মানুষের ওপর জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তালিবানের মুখপাত্র সুহেল শাহিন। এদিকে, স্থানীয় পুলিশের আধিকারিক মুবারেজ আটল বলেন, নিহত সবাই পুণ্যার্থী ছিলেন।

এখনো পর্যন্ত এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে ‘নজিরবিহীন’ ভাবে সাধারন মানুষ নিহত অথবা আহত হয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনের তথ্য মতে, গত তিন মাসে আফগানিস্তানে বিভিন্ন হিংসাত্মক ঘটনার জেরে নিহত ও আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version