রাত পোহালেই মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভার ভোট

0
3

রাত পোহালেই সোমবার মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোট। মহারাষ্ট্রের 288 আসনে এবং হরিয়ানার 90 আসনে ভোট নেওয়া হবে। যথারীতি দু’রাজ্যেই যুযুধান কংগ্রেস এবংবিজেপি। মহারাষ্ট্রে মোট 8 কোটি 94 লক্ষ এবং হরিয়ানায় মোট 1 কোটি 82 লক্ষ ভোটদাতা এবার মতদান করবেন।

ইতিমধ্যেই EVM ও VVPAT নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দুই রাজ্যজুড়ে কড়া সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি জেলায় জেলায় নজরদারি চালাবে নির্বাচনে যুক্ত বিশেষ প্রতিনিধিদের দল। মহারাষ্ট্রের মাও অধ্যুষিত এলাকায় ভোট শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী।

এই দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বলছে, মহারাষ্ট্রে যুযুধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং শিবসেনা। শিবসেনার সঙ্গে এ রাজ্যে বিজেপি’‌র ঠাণ্ডা লড়াই চলছে। এদের সঙ্গে টক্কর দিতে তৈরি কংগ্রেস–এনসিপি জোট। মোট 3 হাজার 237 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। হরিয়ানায় সম্মুখসমরে কংগ্রেস–বিজেপি। হরিয়ানায় মোট 1 হাজার 169 জন প্রার্থী এবার লড়াই করছেন।

এছাড়া সোমবারই দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের মোট 64 বিধানসভা আসনে হবে উপনির্বাচন।