আজ দুপুরে ৫দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী

আজ ৫দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। দুপুরের বিমানে বাগডোগরায় নেমে সোজা যাবেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। বিজয়া সম্মিলীর অনুষ্ঠানের মোড়কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা রয়েছে ওই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পর আজ আর তাঁর কোনও কর্মসূচি নেই।

কাল, মঙ্গলবার দুপুর একটায় তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা থাকবেন। বিকেলে কার্শিয়াঙের উদ্দেশ্য রওনা হবেন। রাত কাটাবেন সার্কিট হাউসে। বুধবার সেখানেই দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার কর্তাদের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার সেখানেই থাকবেন। মূলত পায়ে হেঁটে জনসংযোগ চলবে। শুক্রবার কার্শিয়াঙ থেকেই বাগডোগরা বিমানবন্দরে ফিরবেন। সন্ধ্যায় কলকাতায় ফিরবেন।