Saturday, November 15, 2025

নিমতায় দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে নয়া মোড়। তদন্তে নেমে নমুনা সংগ্রহের পরে তদন্তকারীদের অনুমান, গাড়ির বাইরে থেকেই গুলি করে খুন করা হয় দেবাঞ্জনকে। তাঁর ডানদিকে জানলার কাচ নামিয়েই প্রিন্সের সঙ্গে কথা বলেন। সেই সময় দুজনের তর্ক বেধে যায়। পুলিশ সূত্রে খবর, উত্তেজনার মধ্যেই দেবাঞ্জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। দেবাঞ্জনের দেহের গুলির ক্ষত দেখে ফরেনসিক অধিকারিকদের মত, একটি গুলি লেগেছিল ডান হাতের কবজির উপরে। আরেকটি গলার বাঁদিকে। কিন্তু বাইরে থেকে গুলি চালালে কী করে দেবাঞ্জনের ডান হাতে ও গলার বাঁদিকে গুলি লাগে? সন্দেহ দানা বাঁধে, তাহলে কি গাড়ির ভিতরই ছিল খুনি? কিন্তু গাড়ি পরীক্ষার পরে তদন্তকারীরা সিদ্ধান্তে আসেন, বাইরে থেকেই দেবাঞ্জনকে গুলি করে প্রিন্স।
সম্ভবত, প্রিন্সের সঙ্গে তর্কাতর্কির সময় বিপদ আঁচ করে, গাড়ি স্টার্ট করেন দেবাঞ্জন। সেইসময়ই প্রথম গুলিটি ছোড়ে প্রিন্স। সেটা লাগে দেবাঞ্জনের ডান কবজিতে। তারপরেই দ্বিতীয় গুলিটি ছোড়ে প্রিন্স। সেই দেবাঞ্জন হয়ত মাথা গাড়ির বাইরে বের করেন। আর গুলি লাগে গলার বাঁদিকে। সেখানেই মৃত্যু হয় দেবাঞ্জনের। গুলিবিদ্ধ দেবাঞ্জনকে নিয়ে গাড়ি গিয়ে দেওয়ালে ধাক্কা মারে।

ফরেন্সিক পরীক্ষায় গাড়ির ভয়েস ডেটা রেকর্ডারের তথ্য মেলে। তর্কাতর্কির প্রমাণ মিলেছে সেই রেকর্ডে। মিলেছে একাধিক কণ্ঠস্বরের নমুনা। কিন্তু কণ্ঠস্বর কার? খতিয়ে দেখছে পুলিস। একই সঙ্গে ওই ডেটা রেকর্ডারে গুলি চালানোর শব্দও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

এর পাশাপাশি, সোমবার, সন্দীপ দাস ওরফে নাটা ও অভিজিৎ মণ্ডল ওরফে ভুটু নামে প্রিন্সের আরও ২ বন্ধুকে আটক করেছে পুলিস। তাঁরাই অভিযুক্তকে তারাই আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-প্রেসিডেন্সিতে ছাত্র ভোট ১৪ই

 

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version