ব্যাঙ্ক বন্ধে নাজেহাল গ্রাহকরা

মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। বেলা বাড়াতেই ভোগান্তি চরমে। নাজেহাল সাধারণ মানুষ। ব্যাঙ্ক বন্ধের প্রভাব পড়েছে এটিএম গুলিতেও। সকাল থেকে ব্যাঙ্ক ও এটিএমে গিয়ে শূন্য হাতেই ফিরতে হচ্ছে গ্রাহকদের। হাতে গোনা যে কটি এটিএম খোলা তার সামনেও লম্বা লাইন।

দেশ জুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট চলছে মঙ্গলবার। ধর্মঘট ডেকেছে এআইবিইএ ও বেফি দুই সংগঠন। সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলি ধর্মঘটের বাইরে রয়েছে। মূলত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তকরণ এবং কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এই ধর্মঘট। বন্ধ রয়েছে এটিএমগুলিও। ফলে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা তো হবেই। তবে সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় একমাস আগে থেকেই যেহেতু ধর্মঘটের দিন ঘোষণা করা হয়েছিল, তাই মানুষও প্রস্তুত ছিলেন।

আরও পড়ুন-পর্যটকদের জন্য খুলে গেল সিয়াচেন গ্লেসিয়ার, রাজনাথের হাতে সেতুর উদ্বোধন

Previous articleনোবেলজয়ীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Next articleদারুন সময় কাটালাম, অভিজিতের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মোদি