Wednesday, November 12, 2025

11 দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন প্রতিবেশী দেশের প্রায় 54 জন ক্রিকেটার। রীতিমতো ধর্মঘটের জুতোয় পা গলিয়েছেন শাকিব, তামিম, মুশফিকুররা। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ানক আকার নিচ্ছে, দাবি সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তার মুখে টিম বাংলাদেশের আসন্ন ভারত সফর।

যদিও শাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশী ক্রিকেটারদের বিদ্রোহ নিয়ে বিশেষ ভাবছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, টেস্ট ও টি-20 সিরিজ খেলতে যথাসময়ে ভারতে পৌঁছবে বাংলাদেশ। কিন্তু প্রতিবেশী দেশের ক্রিকেটমহল যখন তোলপাড় এই বিদ্রোহের ফলে, তখন এতটা নিশ্চিত ভাবে শাকিবদের ভারত সফর সম্পর্কে নিশ্চিত হচ্ছেন কী করে সৌরভ ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কি কথা হয়েছে বিসিসিআই সভাপতির ? সৌরভ কিন্তু সাফ বলছেন, “আমার সঙ্গে বিসিবি-র কথা হয়েছে। যদিও এটি ওদের অভ্যন্তরীণ বিষয়, তবুও আমি মনে করি, ভারতে আসবে বাংলাদেশ।”

আসলে আগামী 21 নভেম্বর কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 22 নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ক্রিকেটের নন্দনকাননে ওই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদি, মমতা বান্দ্যোপাধ্যায়দের কাছেও পৌঁছেছে আমন্ত্রণপত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ম্যাচে হাজির থাকার কথা, সেই ম্যাচ কি শেষ পর্যন্ত খেলবে না বাংলাদেশ! এই ‘হাইভোল্টেজ অঙ্ক’-ই হয়তো ঘুরছে মহারাজের মাথায়। 2001 সালে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দিয়েই অধিনায়কত্ব শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে খেলেছিলেন, বাংলাদেশের এমন দুই ক্রিকেটারকেও ইডেনে আনার চেষ্টা করছে সিএবি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version