Wednesday, November 12, 2025

দুষ্মন্তকে পাশে পেল বিজেপি, হরিয়ানা হাতের মুঠোয়

Date:

দীর্ঘ টালবাহানার পর শেষে পদ্মেই হাত রাখলেন দুষ্মন্ত সিং চৌতালা।
হরিয়ানায় সরকার গঠন করতে জননায়ক জনতা পার্টির সমর্থন পেল বিজেপি। দলের সভাপতি দুষ্মন্ত চৌতালাকে পাশে বসিয়ে খট্টর জানালেন, হরিয়ানায় জেজেপি-বিজেপি জোট সরকার চালাবে। শুধু তাই নয়, জেজেপিকে উপমুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দেওয়া হবে।

হরিয়ানায় সরকার গড়তে দরকার 46 আসন। কিন্তু বিজেপির ঝুলিতে রয়েছে মাত্র 40টি আসন। ত্রিশঙ্কু বিধানসভায় সরকার গড়ার সম্ভাবনা ছিল কংগ্রেসেরও। জল্পনা ছিল হয়তো জেজেপি সমর্থন জানাবে কংগ্রেসকেই। কিন্তু বৃহস্পতিবারই দুষ্মন্ত সিং স্পষ্ট করে দেন, যারা সরকার করতে পারবে তিনি তাদের সমর্থন দেবেন। এই পরিস্থিতিতে তাঁকেই সবচেয়ে শক্তিশালী জোট সঙ্গী বলে মনে করে গেরুয়া শিবির। কারণ জেজেপির দখলে রয়েছে 10 টি আসন। কিন্তু সে কথায় ভরসা রেখে, নির্দল 7 বিধায়ককে আগেই টেনে নিয়েছিল বিজেপি। এবার জেজেপি-র সমর্থনও পেল তারা।

দুদলের নেতৃত্বের আলোচনা চলছিল। তবে, শুক্রবার সন্ধেয় দিল্লিতে অমিত শাহের বাড়িতে সমঝোতা চূড়ান্ত হয়।
অমিত শাহ সাংবাদিক বৈঠকে জানান, হরিয়ানার জনতার জনাদেশের সম্মান করেই দু দল সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি ও জেজেপি একসঙ্গে সরকার চালাবে।

শনিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়ার সম্ভাবনা বিজেপির।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version