একুশে 200 আসন হলেই 100 ভরির সোনার মুকুট দেবেন অনুব্রত

ছবি- সংগৃহীত

বোলপুরে জেলা তৃণমূল দফতরে দীর্ঘদিন ধরেই হয় মা কালীর আরাধনা। মূলত জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্যোগেই এই মাতৃ-আবাহন। গত বছর দেবীমূর্তির গায়ে ছিলো 180 ভরির গয়না। এ বার তা বেড়ে দাঁড়িয়েছে 260 ভরি। টাকার অঙ্কে প্রায় কোটি ছুঁয়েছে। অনুব্রত বলেছেন, “2021-এ দু’শোর বেশি আসন পেলে 100 ভরির সোনার মুকুট দেওয়া হবে মা-কে” ।