Sunday, August 24, 2025

শোভন ফিরছে তৃণমূলে? পার্থর বাড়িতে বৈশাখীর যাওয়া নিয়ে তুমুল জল্পনা

Date:

দীপাবলির প্রাক্কালে শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন বিজেপি যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এদিন আচমকাই শোভন চট্টোপাধ্যায়ের ‘বিপদের বন্ধু’ বৈশাখী হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তার পরই শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, দু’জনের মধ্যে এদিন দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বৈশাখী বলেন, “আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম৷ কিন্তু কিছু তিক্ততা তৈরি হয়েছে৷ সেই কারণে আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছি৷ শোভনদাও দেখছি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন৷” পাশাপাশি শোভন-সখী বলেছেন, “আমি মনে করি, বিজেপি নেতৃত্ব যদি মনে করে, শোভনকে নিষ্ক্রিয় করে রাখবে, তাহলে তাঁরা তা করতে পারেন৷ আর তাঁরা যেভাবে তাঁকে সক্রিয় করে তুলবে ভাবেন, তাও তাঁরা করতে পারে৷ তাতে আমার কিছু বলার নেই৷’’

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বলেছেন, ” ‘‘পার্থদা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমাদের দু’জনের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ থাকবেই৷”

তিনি বলেন, “পার্থদার সঙ্গে আমার সম্পর্ক নিতান্তই ব্যক্তিগত৷ বিজয়ার পর দেখা হয়নি, তাই আজ প্রণাম করতে এসেছি। ওঁর কারণেই আমি কাজ করছি৷ তাই ওঁকে প্রণাম জানানো আমার কর্তব্য”। দিল্লি গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দেওয়ার পর বৈশাখীদেবীর এভাবে তৃণমূল মহাসচিবের বাড়িতে হাজিরা ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বৈশাখীদেবীর এ ধরনের কথার পরই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শোভনের বিজেপি ছাড়ার কথাই পার্থকে জানিয়ে গেলেন বৈশাখী?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version