Thursday, August 21, 2025

ধ্বংসস্তূপের মাঝেই মাতৃ আরাধনা, জৌলুসহীনতা থাকলেও আবেগে ঘাটতি নেই বউবাজার সোনাপট্টির

Date:

চাল নেই, চুলো নেই। পায়ের তলায় মাটি নেই, মাথার উপর ছাদ নেই। “নেই রাজ্যের” বাসিন্দা হলেও ওদের আবেগে নেই ঘাটতি। ঘাটতি নেই শ্যামা মায়ের আরাধনায়। বউবাজারের দুর্গা পিথুরী লেনের মধ্য কলকাতা সার্বজনীন শ্রী শ্রী কালীপুজো কমিটি প্রবল প্রতিকূলতা মাথায় নিয়েও ধ্বংসস্তূপের মাঝেই মাতৃ আরাধনায় মেতেছে।

এবার তাদের ৭৫ তম বর্ষ, অর্থাৎ প্লাটিনাম জুবিলি। কিন্তু পুজো হচ্ছে একেবারে জৌলুসহীন ভাবে। কারণটা অবশ্যই অর্থাভাব। সেখানকার বাসিন্দাদের এখন নিজেদের ঘর বলে নেই। গৃহহীন অসহায় অবস্থায় কোনও পরিবার হোটেলে, কোনও পরিবার লজে, কোনও পরিবার গেস্ট হাউসে, আবার কোনও পরিবার আত্মীয় পরিজন বা কাছের বন্ধু-বান্ধবদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের আনন্দটা নয় বাদই দিলেন, কিন্তু বাড়ির বাচ্চাদের মুখেও দুর্গাপুজোর মতোই কালিপুজোতে হাসি ফোটাতে পারলেন না তারা। গোটা শহর যখন আলোর উৎসবে মেতে উঠেছে, তখন বউবাজারে এই এলাকাটি টিমটিমে বাল্বের আলোয় শ্যামা মায়ের পুজো করছে।

আরও পড়ুন – প্রার্থী চোর-ডাকাত হলেও বিজেপিকেই ভোট দিন, বললেন ঝাড়খণ্ড সাংসদ

মাস কয়েক আগে বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য যে বিপর্যয় নেমে ছিল, তার শিকার এখানকার বাসিন্দারা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সোনাপট্টি চত্বর। যেখানে চাপা পড়ে রয়েছে তাদের সারা জীবনের সব সম্বল।

গত ৭৪ বছর ধরে ৮০টি পরিবার মিলে অনেক উৎসাহ উদ্দীপনা ও জৌলুসের মধ্য দিয়ে এই পুজো করে এসেছে। এবার প্লাটিনাম জুবিলি উপলক্ষে অনেক পরিকল্পনায় ছিল, কিন্তু তা বাস্তবায়িত করা গেল না। জানালেন পুজো কমিটির কর্মকর্তারা।

এক কর্মকর্তার কথায়, পুজোটাই হয়তো বন্ধ হয়ে যেত। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে দয়া করে অনুমতি দেওয়ায় কোনরকমে পুজোটা করতে পারছি। আলো জ্বলবে, প্রদীপ জ্বলবে না, শুধু রীতি মেনে মায়ের পুজোটুকুই হবে। এটা তাদের অধিকার। এতেই তারা সন্তুষ্ট, এতেই তারা খুশি। জৌলুসহীনতা থাকলেও তাই আবেগে কোনও খামতি নেই বউবাজারের ক্ষতিগ্রস্তদের।

আরও পড়ুন – মুহূর্তের মধ্যেই ধসে গেল ফুটপাতের একটি অংশ, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version