Sunday, May 11, 2025

পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে কোথাও যেন মিলে যায় “হ্যালোউইন” ও “ভূত চতুর্দশী”

Date:

Share post:

হ্যালোউইন ও ভূত চতুর্দশী । প্রতিবছর রীতি অনুযায়ী, কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। পুরাণ মতে, নরকাসুররূপী বলি রাজা কালীপুজোর আগের দিন ভূতচতুর্দশীতে মর্ত্যে আসেন পুজো নিতে। সঙ্গে থাকে পরলোক জগতের ভূত-প্রেতরা। বাঙালিরা এইদিন সংস্কারাচ্ছন্ন ভাবে চৌদ্দ শাক রান্না করে আর সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ জ্বালিয়ে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়।

মনে করা হয়, এই দিন মর্ত্যে আবির্ভূত হন আমাদের পূর্ব পুরুষরা। সুতরাং, আমরা ভূত চতুর্দশীতে স্মরণ করি চৌদ্দ পুরুষদের। চৌদ্দ শাক অশুভ আত্মাকে দূরে সরিয়া রাখে। আর যেহেতু ভূতেরা অন্ধকার পছন্দ করে তাই প্রদীপ জালিয়ে তাদের দূরে সরিয়ে রাখা হয়। বা অন্য ভাবে বলা যায় অশুভ আত্মা আলোর রোশনাই থেকে দূরে থাকে। যেহেতু কৃষ্ণপক্ষে কালীপুজো হয় , তাই প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়ে ওঠে প্রাসঙ্গিক।

ঠিক এই সময়টায় পশ্চিম দেশেগুলোয়ে হ্যালোউইন (Halloween) উদযাপন হয়। সেখানে মানুষ নানান রকম ভুতুড়ে সাজে উপস্থাপন করে নিজেদের। খ্রীস্টান মত অনুসারে, হ্যালোউইন পালিত হয় পয়লালা নভেম্বর। এই দিনটিকে বলা হয় সমস্ত সাধুদের দিন (All Saint’s Day)।

হ্যালোউইন এর উৎপত্তি একটি আইরিশ লোক উৎসব সাংহাই (Samhai) থেকে। সাংহাই কথার অর্থ নভেম্বর। এই উৎসব এক সময় ছিল গ্রীষ্মের সমাপ্তি এবং শীতের সূচনার সন্ধিক্ষণ। সেল্টিক ঐতিহ্য অনুযায়ী এই দিন মিলন হয় দুই জগতের। অর্থাৎ, ইহলোক ও পরলোকের। এই সময় দরজা খুলে যায় দুই পৃথিবীর আর মানুষ আহ্বান করে আত্মাদের। জ্বালানো হয় কুমড়ো দিয়ে তৈরি লণ্ঠন। যার নাম jack-o’-lantern অর্থাৎ রাতের প্রহরী।

এখন বোঝা যাচ্ছে, কোথায় মিল হ্যালোউইন আর ভূত চতুর্দশীর? অদ্ভুত ব্যাপার – পশ্চিম দেশের একটি লোক উৎসব হয়ে উঠল সমগ্র বিশ্বের একটি সাঙ্কেতিক উৎসব। কিসের সঙ্কেত? ভৌতিক শক্তি দমনের বা অন্য ভাবে বললে ভূতেদের সঙ্গে বন্ধুত্ব করার। কিভাবে? ওই যে ভূতেদের মতো সাজ পোশাক। যাতে ওরাও মনে করে আমরা ওদেরই একজন। আমরা চাই যাতে ওরা একটি বিশেষ দিনে এসে আমাদের আশীর্বাদ করেন এবং যাতে অসন্তুষ্ট না হন। তাহলেই বিপদ।

ভূত প্রেতে বিশ্বাস সার্বজনীন। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর আমরা পালন করি ভূত চতুর্দশী। এই দিনটি খুব পবিত্র। সাধু-সন্ত ও তান্ত্রিকদের আরাধনা করার দিন। মজার ব্যাপার হল, একই বিশ্বাসে ভর করে কেমন মিলে যায় পূর্ব ও পশ্চিম, মিলে যায় খ্রীষ্ট ধৰ্ম ও হিন্দুত্ব।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

 

spot_img

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...